Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৪

সরকারের ৮০৪৩.২৬ কোটি টাকা ইক্যুইটির বিপরীতে শেয়ার ইস্যু করেছে পিজিসিবি


প্রকাশন তারিখ : 2024-04-06

                                                     

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ -এর শুরু হতে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে সরকারের ইক্যুইটি হিসেবে প্রদত্ত টাকার বিপরীতে সাধারণ ও অগ্রাধিকার শেয়ার ইস্যূ করা হয়েছে।

০৬ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত পিজিসিবি'র ৫৯৬/২০২৪ নম্বর বোর্ড সভায় সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ -এর নিকট সাধারণ ও অগ্রাধিকার "শেয়ার সার্টিফিকেট" হস্তান্তর করা হয়।

পিজিসিবি-তে সরকার কর্তৃক প্রদত্ত ইক্যুইটি বাবদ মোট ৮০৪৩,২৬,৬০,২৩০ টাকার ৫% অর্থাৎ ৪০২,১৬,০০,০০০ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের (১০ টাকা প্রিমিয়ামসহ) ২০,১০,৮০,০০০ টি সাধারণ শেয়ার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর সম্মতিক্রমে "সচিব, বিদ্যুৎ বিভাগ" এর অনুকূলে ইস্যু করেছে পিজিসিবি।

এছাড়াও অবশিষ্ট ৭৬৪১,১০,৬০,২৩০ টাকার বিপরীতে সরকারের নির্দেশনা মোতাবেক বর্ণিত পদ্ধতিতে ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪,১১,০৬,০২৩টি Irredeemable and Noncumulative Preference Share বিএসইসি'র সম্মতি সাপেক্ষে "সচিব, বিদ্যুৎ বিভাগ" এর অনুকূলে ইস্যু করেছে পিজিসিবি।

বিগত ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (EGM) সরকারের শেয়ার মানি ডিপোজিট হতে শেয়ার ইস্যুর জন্য "বিশেষ সিদ্ধান্ত" শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।